ভালোবাসা দিবসে যা করবেন অভিনেত্রী আনিকা তাবাস্সুম
এ সময়ের সবার প্রিয় অভিনেত্রী আনিকা তাবাস্সুম। সমানতালে কাজ করছেন সব জায়গায়। । আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে আর এই ভালোবাসা দিবসে সবাই ব্যস্ত থাকে ।অভিনেত্রী আনিকা তাবাস্সুম ব্যস্ত থাকবেন তবে কার সাথে থাকবেন জানালেন তিনি নিজে ।
তিনি বলেন,আগামী ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকা, উত্তরা , বাউনিয়া (বিদ্যাসভা স্কুলে ) সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে খেলাধুলা, নাচ গান, কবিতা আবৃত্তি আরো নানা ধরনের আয়োজন করা হয়েছে । বিদ্যাসভা ভাসমান ও গৃহহীন শিশুদের পরিচর্যার কাজ করে। রাজধানীর উত্তরার বাউনিয়ায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে এখন হাতেকলমে লেখাপড়ার সুযোগ পাচ্ছে ৬৭ জনের মতো পথশিশু। লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধিই বিদ্যাসভার একমাত্র উদ্দেশ্য নয়। বরং এই প্রতিষ্ঠানের হাতেখড়ি যেন এই শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখায় দৃঢ়চেতা করে তোলে তাই এর উদ্দেশ্য।
তিনি আরো বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি ভালো ভালো কাজ করতে পারি আর এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যাতে আরো ভালো কিছু করতে পারি ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন