ভালোমন্দ বিষয়ে আলাপ সাংসদদের স্বাধীনতা : আইনমন্ত্রী
রাষ্ট্রের ভালো মন্দ সকল বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার স্বাধীনতা সাংসদদের রয়েছে। তাই ষোড়শ সংশোধনী নিয়ে আইনের কোন ব্যত্যয় হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী।
বুধবার দুপুরে বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ভ‚মি রেজিস্টার অফিসারদের দুই মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার নিয়ে ৫৭ ধারার অনুচ্ছেদ বাতিল হবে কি হবে না এ ব্যাপারে আগামী আগস্টের প্রথম সপ্তাহে চ‚ড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলেও জানান।
এর আগে প্রধান অতিথি হিসেবে বুনিয়াদী প্রশিক্ষণে বক্তব্য প্রদান করেন আইন মন্ত্রী আনিসুল হক। এসময় তিনি ভ‚মি রেজিস্টারদের উদ্দেশ্যে বলেন, দেশের ভ‚মি রেজিস্টার অফিস গুলোকে পরিদফতর থেকে অধিদফতরের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। একই সাথে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে অফিসারদের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ সরকার গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।
পরে মন্ত্রী দুই মাস ব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণের ৩০ জন ভ‚মি রেজিস্টার অফিসারের মাঝে সনদ বিতরণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন