ভাস্কর্য নিয়ে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

ভাস্কর্য নিয়ে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য আছে। সৌদি আরবেও ঘোড়া ও উটের পাশাপাশি বাদশাহ’র ভাস্কর্য আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সৌদিতে ভাস্কর্যের যাদুঘরও আছে। সেই ভাস্কর্য নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। ইংরেজি শিক্ষা, টেলিভিশনকেও একসময় হারাম বলা হয়েছিলো। এখন সবাই মেনে নিয়েছে। ভাস্কর্য নিয়ে উস্কানীমূলক বক্তব্য এভাবে চলতে থাকলে সরকার বসে থাকবে না বলেও জানান তথ্যমন্ত্রী।

এসময় অনলাইন নিউজ পোর্টালের রেজিস্ট্রেশন নিয়ে তথ্যমন্ত্রী জানান, রেজিস্ট্রেশন নীতিমালা অনলাইন নিউজ পোর্টালগুলোর অনুযায়ী নিবন্ধন দেয়া হচ্ছে। যাদের অফিস, ডোমেইন পাওয়া যায়নি তারা নিবন্ধনের জন্য বিবেচিত হয়নি। নতুন যারা অনলাইন খুলবে তাদের সরকারের অনুমোদন নিয়ে পরিচালিত করতে হবে।