ভিক্ষা করে পাওয়া ৯৪ রুপি অনুদান দিলেন মহানন
ভিক্ষুক ভেবে ২০ রুপির নোট ধরিয়ে দিয়েছেন রাজনীতিবিদ। সত্যিকারের ভিক্ষুক হলেও মহানন তখন এসেছেন দাতার পরিচয়ে। ভয়াবহ বন্যায় বিপদগ্রস্থদের সহায়তায় নিজের সব সঞ্চয় নিয়ে এগিয়ে এসেছেন তিনি। ভিক্ষা হিসেবে দেয়া নোটটি ফিরিয়ে দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে নিজের সঞ্চয় গুণতে শুরু করলেন। সবমিলিয়ে হল ৯৪ রুপি। তার সবটাই তুলে দিলেন সেই রাজনীতিবিদের হাতে। পরে সেটি অনুদান হিসেবে কেরালার মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে জমা দেন সেই রাজনীতিবিদ।
ভারতের কেরালায় ঘটেছে এ ঘটনা। মহানন নিজের সঞ্চয় তুলে দিতে অনেক কষ্ট স্বীকার করেছেন। প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে সেই রাজনীতিবিদের বাসায় পৌঁছান তিনি। এসব জানার পর অভিভূত হয়ে যান টিএম রশীদ নামের স্থানীয় ওই রাজনীতিবিদ।
ফেসবুকে টিএম রশীদ জানিয়েছেন, প্রথমে মাহুত হিসেবে জীবিকা নির্বাহ করতেন মহানন। হাতির আঘাতে পায়ে আঘাত পাওয়ায় সে পথটি বন্ধ হয়ে যায়। অগত্যা ভিক্ষাকেই জীবিকা হিসেবে গ্রহণ করেছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন