ভিক্ষুকদের দৌরাত্মে অতীষ্ঠ রাজধানীবাসী (ভিডিও)
বহু আগেই ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা হয়েছে রাজধানী ঢাকা। কিন্তু তা কেবল নথি-নিয়মে। সম্প্রতি ভিক্ষুকের সংখ্যা যেমন বেড়েছে তেমনি এদের দৌরাত্মে অতীষ্ঠ রাজধানীবাসী। কর্পোরেশন বলছে, ভিক্ষুক পাকড়াও অভিযান শিগরগিরই।
স্থান রাজধানীর গুলশান-২। চলছে ভিক্ষাবৃত্তি। আশপাশের সবগুলো এলাকাতেই ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। আছে পুলিশি গ্রেফতারের নিয়ম। এদিকে একুশের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করছে তারা।
শুধু গুলশান নয়। ধানমন্ডি, বনানী, বারিধারাতেও একই চিত্র। প্রবেশ নিষিদ্ধ থাকলেও ভিক্ষাবৃত্তি চলছে জোরেশোরেই।
অভিজাত এলাকার মানুষের কাছে এ এক নিত্য যন্ত্রণা। টাকা না পেলে নাস্তানাবুদ করতেও ছাড়েন না ভিক্ষুকেরা।
সিটি করপোরেশন বলছে, দেশের সুনাম রক্ষায় ভিক্ষুকদের সিন্ডিকেট ভাঙতে হবে। অনাকাক্সিক্ষত ভিক্ষাবৃত্তি বন্ধে সব ধরণের পদক্ষেপ নিতে বদ্ধ পরিকর উত্তর সিটি মেয়র।-একুশে টিভি’র সৌজন্যে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন