ভিসা ছাড়াই নিউজিল্যান্ড যেতে পারবেন ক্রিকেটপ্রেমীরা!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। যেই ম্যাচটি নিউজিল্যান্ডের বে ওভালের মাউন্ট মাউনগানুইতে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। স্বদেশি ক্রিকেটপ্রেমীদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
যাদের অস্ট্রেলিয়ার পাসপোর্ট আছে তাদের নিউজিল্যান্ডে যেতে ভিসা লাগবে না! যুবা দলকে সমর্থন দিতে আরও কিছু উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটি টেলিকম কোম্পানি কথা বলার জন্য অস্ট্রেলিয়ান সমর্থকদের বিশেষ সুবিধাও দেবে।
১৯৯৮ সালে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এরপর ২০০২ ও ২০১০ সালেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১২ সালে ভারতের বিপক্ষে শিরোপা হারানো অস্ট্রেলিয়া শনিবার জিতে সেই হারের প্রতিশোধ নিতে চায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন