‘ভিসা হয়েছে সব হজযাত্রীর, কারো আবেদন বাকি নেই’
এবছর পবিত্র হজের জন্য আবেদন করা বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীর সবাইকে ভিসা দিয়েছে ঢাকায় সৌদি আরবের দূতাবাস। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে। এতে বলা হয়, সৌদি দূতাবাস ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে। এখন আর কারও ভিসার আবেদন দূতাবাসের কাছে নেই।
তবে ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী ভিসার জন্য আবেদন করেছেন। সেই হিসেবে এখনো প্রায় আট হাজার হজযাত্রীর ভিসা বাকি আছে।
অবশ্য আগামী ১৭ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের ভিসা দেওয়ার কথা সৌদি সরকারের। বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে ২৬ আগস্ট। এর মধ্যে বাকিদের ভিসা হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, এবার ভিসা জটিলতার কারণে হজযাত্রায় জটিলতা দেখা দেয়। বাতিল করতে হয় অনেকগুলো হজ ফ্লাইট। অনিশ্চিত হয়ে পড়েছে কয়েক হাজার আবেদনকারীর হজযাত্রা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন