ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ২৭
ভিয়েতনামে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরও ২২ জন। স্থানীয় কর্মকর্তারা রোববার জানিয়েছেন, দক্ষিণ কেন্দ্রীয় উপকূলে টাইফুনের আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর এপির।
টাইফুন আঘাত হানার পর থেকে একটি কার্গো জাহাজের ১৭ জন ক্রু সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিনহ দিনহ প্রদেশের কেন্দ্রীয় উপকূলে ওই কার্গো জাহাজটি ডুবে যায়।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ আঘাত হানার পর ৭৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, টাইফুন ড্যামরের আঘাতে ৬শ’ বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪০ হাজার বাড়িঘর। গত এক মাসে ভিয়েতনামে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইফুন আঘাত হানল। টাইফুনের কারণে কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২২৮টি মাছ ধরার নৌকা ডুবে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন