ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ!

চারপাশে ভুট্টা ক্ষেত। কিন্তু সেই ক্ষেতে লাগানো হয়েছে গাঁজা গাছ। গাঁজা চাষের এমন অভিনব পদ্ধতি সবার চোখ এড়িয়ে গেলেও শেষ রক্ষা হয়নি জড়িতদের। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবক ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে।

বৃহস্পতিবার (১ মে) রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্য তথ্য। এসময় মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯) নামের দুজনকে আটক করা হয়।

ঝালকাঠির নলছিটির ওই ভুট্টা ক্ষেত থেকে জব্দ করা হয় বিভিন্ন আকৃতির ১৪টি গাঁজা গাছ।

ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে আটক দুজন। ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন।

পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল নলছিটির একটি ভুট্ট ক্ষেতের আড়ালে চাষ হচ্ছে গাঁজা। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলহরী এলাকায় এ অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সেখানে অভিযান চালিযে দুই যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ২ যুবক ভুট্ট ক্ষেতের আড়ালে গাঁজা চাষের বিষয়টি স্বীকার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।