ভুলেও খাবার ছেড়ে মাঝপথে উঠবেন না! উঠলে কি হয় জানেন?
আমাদের সমাজে প্রাচীনকাল থেকে এই প্রথাটির প্রচলন আছে। কেউ খেতে বসলে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে উঠতে দেওয়া হয় না। শত জরুরি কাজে কেউ ডাকলেও তাকে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।
বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখলে একে সংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না। কারন, খাওয়ার মাঝে কেউ উঠে গেলে তার খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। ফলে শারীরিক ক্ষতি হয়। খাবার পাকস্থলীতে যাওয়া মাত্র বিভিন্ন ধরনের পাচক রস ক্ষরণ শুরু হয়। যা খাবারকে হজমে সাহায্য করে। কিন্তু মাঝপথে উঠে গেলে খাদ্যবস্তুর চাইতে রসক্ষরণ বেশি হয়ে যায়।
এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হয়। যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। ফলে, খাবার সময়ে অবশ্যই বসে খান। এবং চিবিয়ে খান। তাতে শরীর সুস্থ থাকবে।-কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন