সরকার কৃষক ও কৃষির স্বার্থ সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে : অ্যাড. স্মৃতি এমপি
গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার জাতীয় সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, আগামী মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ স্মার্টের অগ্রযাত্রায় উচ্চমাত্রায় পৌঁছবে। কোনো অভাব-অনাটন ও সংশয়সহ পিছুটান থাকবে না। আওয়ামী লীগ সরকার সার্বজনীন জনকল্যাণে সর্বদাই নিয়োজিত। সেইসাথে ভূক্তভোগী কৃষক ও কৃষির স্বার্থ সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউনহলে মঙ্গলবার (১১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলায় শতভাগ ভূমিহীনমুক্ত সফলতা অর্জনের ঘোষণা উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, বহুমুখী যত উন্নয়ন কিন্তু; মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে। অতীতে শুধু লুটপাট-দূর্ণীতি ও আত্মসাৎই হয়েছে। সর্বোপরি দেশের উল্লেখযোগ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী সরকারি কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু ও বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন