ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের উত্তরাঞ্চল
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টার পর রাজশাহী, বগুড়া, নওগাঁসহ উত্তরের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ভূমিকম্পের বিষয়টি নিশ্চত করেছেন।
আবহওয়াবিদ মিজানুর রহমান জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২০। এর উৎপত্তিস্থল ছিল নাটোরের গুরুদাসপুর। যা আশপাশের জেলা বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁসহ কয়েকটি জেলায় অনুভূত হয়েছে।
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নাছিমা অক্তার জানিয়েছেন, তখন আমি ঘরে ছিলাম, হঠাৎ দেখি মাথা ঘুরে পরে যাচ্ছিলাম। পরে দেখি ঘরের আসবাবপত্র কাঁপছে। এমন প্রায় ২০ সেকেন্ড হয়েছে। পরে ঘর থেকে বাড়িরর সবাই বের হয়ে আঙ্গিনায় চলে আসি। পরে বুঝলাম ভূমিকম্প।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন