ভূরুঙ্গামারীতে ধর্ষণের অভিযোগে যুবক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/IMG_20230604_162823-672x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৯ বছর বয়সী তরুণীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আকট ওই যুবকের নাম শাহিন আলম(২৩)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আবুল কালামের পুত্র।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে কুড়িগ্রাম কোর্টে পাঠায়। ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ওই তরুণীকে কৌশলে বাড়িতে ডেকে নেয় শাহিন। বাড়ি ফাঁকা থাকায় মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। এসময় প্রতিবেশি এক মহিলা ঘরের ভিতরে মেয়েটির চিৎকারের শব্দ শুনে ঘরে প্রবেশ করে তাদের কে আপত্তিকর অবস্থায় দেখে ঘরের দরজা আটকিয়ে দেয়। আশ পাশের লোকজন ডেকে ওই যুবক কে আটক করে।
পরে বিয়ের প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অভিভাবকের জিম্মায় যুবককে ছেড়ে দেয়। একদিন পরে বিয়ের কথা অস্বীকার করলে ওই তরুণী নিরুপায় হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ধর্ষককে আটক করে।
ভূরুঙ্গামারী থানার ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে এক যুবক কে আটক করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন