ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে জামতলা মোড়ের অর্থী ফার্মেসিকে ৭ টাকা এবং আমদানিকারকের তথ্য, সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি না থাকায় হাসি কসমেটিকসকে ১ টাকা সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ৮ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ভেটেনারি সার্জন মোছা: হোসনে আরা খাতুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন