ভূরুঙ্গামারীতে রোড রোলার মেশিনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/1_20230419_223246_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রোড রোলার মেশিনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের সাধুমোড় তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক (৪০) বছর। রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির কোন পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, আমার ইউনিয়নের অন্তর্গত তালতলা-রাঙ্গালির কুটি রাস্তা নির্মাণের কাজ চলছে। ওই রাস্তার কাজে ব্যবহ্নত রোলার মেশিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সে একজন মানসিক ভারসাম্যহীন(পাগল) ছিলো।
কচাকাটা থানার ওসি গোলাম মোরতুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুনেছি মৃত লোকটি পাগল ছিলো। এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন