ভূরুঙ্গামারীতে ১৪ পরিবার পেল ঘর ও জমি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG-20230809-WA0026-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১৪টি পরিবারকে জাঁকজমক পূর্ণ পরিবেশে ২শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
বুধবার (৯ আগস্ট ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য জহির ব্যাপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল মন্ডল, প্রেসক্লাবের সভাপতিসহ সকল দপ্তরের অফিসার ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও জমি পেয়ে
উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মরিয়ম খাতুন
আবেগ আপ্লুত হয়ে বলেন “থাকার জায়গা আছিল না, মাইনষের বাড়িত থাকছি। শেখ হাসিনার দয়ায় থাকার একটা জায়গা হইল”।
মাথা গোঁজার ঠাই পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুবিধা ভোগীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন