ভূরুঙ্গামারীতে ৩শ এতিম ও দুস্থ শিশুকে ইফতার করালো কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের অর্থায়নে সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক অঞ্চলে বসবাসকারী এতিম ও দুস্থ শিশুদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (মঙ্গলবার)ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শাহ্ ইউসুফ হাফিজিয়া মাদ্রাসায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ৩ শতাধিক প্রান্তিক অঞ্চলে বসবাসকারী এতিম ও দুস্থ শিশু ইফতার মাহফিলে অংশ নেয়। উপজেলার ইসলামপুর, বলদিয়া, বাবুরহাট, শিংঝাড় ও চৌধুরী বাজার এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও দায়িত্বে থাকা শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।
প্রোগ্রামটির সার্বিক দায়িত্বে থাকা ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংগঠনটি কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে তারা করোনাকালীন সময়ে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং করোনা বিস্তার রোধে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষগুলোকে অগ্রসর করাতে এই আয়োজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন