ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার

রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার৷ সেনার IAF MIG-23 হেলিকপ্টারটি যোধপুরের কাছে বালিসরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ যদিও, হেলিকপ্টারটির দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে৷

তবে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, জানতে তদন্ত শুরু করেছে সেনা৷ কোনও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সেনার প্রাথমিক অনুমান৷

গত মাসের শুরুতেই অরুণাচল প্রদেশের খোঁজ মেলে বায়ুসেনার হেলিকপ্টারটিরের ধ্বংসাবশেষ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য নামে অরুণাচল প্রদেশের ইউপিয়া জেলা থেকে এই ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়৷ ওই দিন বিকেলে এই হেলিকপ্টারটি উদ্ধার করা হয়৷ তিন যাত্রী সহ পিলপুটু থেকে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি৷ ঘটনায় মৃত্যু হয় তিন যাত্রীর৷-কলকাতা২৪