ভেঙ্কটপতি রাজু হচ্ছেন বাংলাদেশের স্পিন কোচ!
দীর্ঘদিন স্পিন বোলিং কোচ ছাড়া চলছে বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার সফরকে সামনে রেখে স্পিন বিভাগকে ধারালো করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এ ধারাবাহিকতায় আগামী ৭২ ঘণ্টার মধ্যেই নাকি জানা যাবে সাকিব-মেহেদী মিরাজদের কোচের নাম। আর এই কোচ নাকি হচ্ছেন উপমহাদেশের এক সাবেক স্পিনার।
ক্রিকেটপাড়ায় অবশ্য ভেসে বেড়াচ্ছে এইচপি বোলিং ক্যাম্পে দায়িত্ব পালন করা ভারতীয় সাবেক স্পিনার ভেঙ্কটপতি রাজুই নাকি হচ্ছেন বাংলাদেশের স্পিন কোচ। তবে বিষয়টি এখনও কোনো সমর্থিত সূত্র নিশ্চিত করেনি।
এমনকি গণমাধ্যমে দেয়া ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের বক্তব্যেও কে হচ্ছেন স্পিন কোচ সে বিষয়টি পরিস্কার হয়নি।
তবে গণমাধ্যমকে আকরাম খান জানিয়েছেন স্পিন কোচ মনোনয়নের যাবতীয় প্রক্রিয়া চলছে পুরোদমে। সব কিছু ঠিক থাকলে হয়ত আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে নতুন স্পিন কোচ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন