ভেতরে সাক্ষাৎকার, বাইরে উৎসুকদের ভিড়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে আগ্রহী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো দলের স্থায়ী কমিটির সদস্যরা এ সাক্ষাৎকার নিচ্ছেন।
এদিন শুরুতেই বরিশাল বিভাগের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি সাক্ষাৎকার দিতে আসা নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মাধ্যমে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সাক্ষাৎকারকে কেন্দ্র করে গুলশান কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি এলাকাটিতে ভিড় করছেন তাদের সমর্থক ও নেতাকর্মীরা।
বরিশাল-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজবাউদ্দিন ফরহাদের সমার্থক মো. তোফাজ্জল হোসেন খোকন বলেন, ‘বরিশাল-৪ থেকে একাধিক জন ধানের শীষের প্রার্থী হতে চান। সবাইকে আজ সাক্ষাতের জন্য ডাকা হয়েছে। আমাদের নেতা মেজবাহউদ্দিন ফরহাদ ভাইও সাক্ষাৎকার দিতে এসেছেন। আমরা ভাইয়ের সঙ্গে এসেছি।’
তিনি বলেন, ‘আমাদের নেতা মেজবাহউদ্দিন ফরহাদ ভাই ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমরা আশা করছি এবারও তিনি দলের মনোনয়ন পাবেন। নেতা সাক্ষাৎকার দিয়ে বের হয়ে এসে জানিয়েছেন- সাক্ষাৎকার পজেটিভ।’
বিএনপির এই কর্মী আরও বলেন, ‘এবারের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার নির্বাচিত হতে না পারলে আমরা শেষ হয়ে যাবো। এলাকায় থাকা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।’
বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমার্থক মোহাম্মদ মিলন বলেন, ‘আমাদের আসন থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলেও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সবথেকে যোগ্য। আমরা আশা করি, তিনি এবার দলের মনোনয়ন পাবেন। এই আশা নিয়েই নেতার সঙ্গে দলের কার্যালয় এসেছি।’
পটুয়াখালী থেকে আসা ইয়াসিন আলী নামের একজন বলেন, ‘আমরা পটুয়াখালী-২ আসন থেকে এ কে এম ফারুক হোসেন তালুকদারকে ধানের শীষের প্রার্থী হিসেবে চাই। তার প্রতি সমর্থন জানাতেই আজ এখানে এসেছি। আশা করি, দলের সিনিয়র নেতারা যোগ্য হিসেবেই তাকেই দল থেকে মনোনয়ন দেবেন। তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচন সুষ্ঠু হলে পটুয়াখালী-২ থেকে ধানের শীষের জয় অনেকটাই নিশ্চিত।’
বরিশাল-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজবাউদ্দিন ফরহাদ সাক্ষাৎকার শেষে বের হয়ে এসে বলেন, ‘দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎকার নিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একবার ভিডিও কনফারেন্সে এসেছিলেন। তিনি বলেছেন- সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। আমরাও নেতাকে বলেছি ঐক্যবদ্ধভাবেই সকলে কাজ করব।
বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাক্ষাৎকার দিয়ে এসে বলেন, ‘সাক্ষাৎকারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেছেন। নেতা বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আমি নেতাকে বলেছি- জীবন দিয়ে হলেও মাঠে থাকবো, ধানের শীষকে জয়যুক্ত করে আনব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন