ভেনেজুয়েলায় পার্লামেন্টে ঢুকে এমপিদের মারধর
ভেনেজুয়েলার সরকারি দলের প্রায় ১০০ সমর্থক দেশটির বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে (পার্লামেন্ট) হামলা চালিয়েছে, যেখানে তারা বেশ কয়েকজন সংসদ সদস্যকেও (এমপি) মারধর করে। এ সময় ৫ জন এমপি আহত হওয়ার পাশাপাশি সাংবাদিক ও পার্লামেন্ট স্টাফসহ আরও অনেকে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সমাবেশের অধিবেশনের পর এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এএফপি জানায়, হামলাকারীরা জাতীয় পরিষদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হরেক রকমের লাঠি ও পাইপ দিয়ে পেটাতে শুরু করে। তবে মিলিটারি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, ভেনেজুয়েলা সরকার এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন