ভোলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অরিয়েন্টশন কর্মশালা
ভোলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য অরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা সিভিল সার্জন অফিসের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা:মোঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমূখ।
ডাঃ সিরাজ উদ্দিন জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভোলার ১ হাজার ৬৯০ টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ২২৪ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫১ হাজার ১০৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন