ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার পর ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। নৌকার বিজয় হবেই।
নির্বাচনে জয়লাভ করতে সবাইকে নিয়ে আধুনিক ঢাকা করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
সিটি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার ব্যাপারে করা এক প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো। বিএনপি আসলে ভালো হতো। তারপরও কেউ আসুক বা না আসুক নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করবো।
এর আগে সকাল আটটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত।
ডিএনসিসির নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম৷।
আর নতুন সংযুক্ত ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী রয়েছেন।
ডিএসসিসির নতুন সংযুক্ত ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ প্রার্থী আছেন।
এ ছাড়া ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নয় নম্বর সাধারণ আসনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন