ভোটে বিএনপি না এলে কিছু করার নাই : কাদের
আগামী নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, তা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। বিএনপি নির্বাচনে এলে স্বাগত। নির্বাচনে না এলেও আমাদের কিছু করার নেই।’
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা-বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওবায়দুল কাদের।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট বর্জন করে বিএনপি। আর ওই নির্বাচনে সহজ জয় পেয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। এবারও বিএনপি না এলে সেই পথেই ভোট হবে বলেও জানিয়ে দেন কাদের। বলেন, ‘যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না।’
ভোটের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিনে বিএনপির দাবিও নাকচ করেন কাদের। বলেন, ‘নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে কোনো দৃষ্টান্ত নাই। তাই প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না।’
‘শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করবে। যেসব মন্ত্রণালয় নির্বাচন কমিশন সম্পৃক্ত, সেগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। ফলে নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নেই বলেও জানিয়ে দেন কাদের। বলেন, ‘খালেদা জিয়ার পুরো বিষয়টা উচ্চ আদালতের এখতিয়ার। এসব মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। এগুলো আওয়ামী লীগ সরকারের আমলের না।’
‘মামলাগুলো আদালতের বিচারাধীন ছিল। উচ্চ আদালত যদি নিম্ন আদালতের রায় বাতিল করেন কিংবা দণ্ড মওকুফ করেন, সাজা থেকে মুক্তি দেন, তাহলে খালেদা জিয়া নির্বাচন করবেন। এখানে আমাদের কিছু করার নাই।’
‘এসব ব্যাপারে আমরা অহেতুক কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ, বিষয়টা সরকারের না। পুরো বিষয়টা আদালতের।’
জনগণের সমর্থন না পেয়ে বিদেশিদের কাছে নালিশ করছে অভিযোগ করে বিএনপির সমালোচনা করেন ক্ষমতাসীর দলের নেতা।
কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতি চাঙা করছে। এখন তারা দেশের কাছে নালিশ করে না। এখন নালিশ করে বিদেশিদের কাছে।’
‘তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি না চায় তাহলে আমরা জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। তাই বিএনপিকে বলব বিদেশিদের কাছে নালিশ করে দেশটাকে ছোট করবেন না। জনগণের কাছে যান।’
ঢাকা-বাইপাস সড়কটির মেরামত কাজ নিয়ে কাদের জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন