ভোট চাইতে গেলে প্রার্থীকে জুতার মালা পরালেন ভোটার (ভিডিও)

ভোট চাইতে গেলেন গণসংযোগে প্রার্থী।পাচ্ছিলেন ফুলেল সংবর্ধনা।

ঠিক এরমধ্যে ঘটে এক বিব্রতকর ঘটনা।

প্রার্থীকে ফুলের মালার বদলে জুতোর মালা পরিয়ে দেন এক ভোটার।

গত সোমবার বিকালে এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ওই ঘটনায় সে সময় হতচকিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা।

ভোট চাইতে গিয়ে এ বিড়ম্বনার শিকার হয়েছেন বিজেপির বিধায়ক দিলীপ শেখাওয়াত। তিনি নাগাদা কাচরোদের বর্তমান বিধায়ক। এবার দেশটির নির্বাচনে একই কেন্দ্রে আবার প্রার্থী হয়েছেন তিনি।

ওই ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ২০ নভেম্বর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রকাশ করেছে।

প্রকাশ হতেই রীতিমতো ভাইরাল সেই ভিডিও।এরপর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার হয় ভিডিওটি।

ভিডিওটিতে দেখা গেছে, ভিড়ের মধ্যে ঘাপটি মেরে বসা বিজেপির টুপি পরা এক ব্যক্তি আচমকা বিধায়ক দিলীপ শেখাওয়াতের গলায় জুতোর মালা পরিয়ে দেন।

প্রথমে বিধায়ক দিলীপ এটিকে ফুলের মালা ভাবলেও তাৎক্ষনিক বিষয়টি টের পান। সঙ্গেসঙ্গে ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

প্রসঙ্গত, রাজনৈতিক নেতাদের দিকে জুতা বা কালি ছোড়ার ঘটনা আগেও ঘটেছে ভারতে।

আগামী ২৮ নভেম্বর দেশটির মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনে ভোট চাইতে এবার এমন বিড়ম্বনায় পড়লেন বিজেপি বিধায়ক।

ভিডিওটি দেখতে ক্লিক করুন: