ভোলায় ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ভোলা জেলার দক্ষিণ আইচায় জলদস্যু মামলায় ২৫ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলাম মাঝি (৪৬) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত কাল সোমবার ( ৫ ফেব্রুয়ারি ) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে এস আই সফিকুল ইসলাম খান এ এস আই সাইফুল ইসলাম ও কনস্টেবল নুরুল ইসলামসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দীর্ঘ ১০ বছর পালিয়ে থাকার পর আসামীকে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম ইপিজেড নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুল ইসলাম মাঝি চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের বেলায়েত হোসেন ওরফে( বলু মাঝির) ছেলে তাকে জলদস্যু মামলায় আদালত ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি নুরুল ইসলাম মাঝি ১০ বছর পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর-১৮৮/১১ চর মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সেই সূত্র ধরেই গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন