ভোলার কাচিয়া ইউপির উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মো. কামাল মাতাব্বর (তালা প্রতীক) ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন (টিউবঅয়েল প্রতীক) পেয়েছেন ৬৮০ ভোট।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
অপর প্রার্থীরা পেয়েছেন: আব্দুল জলিল ((ভ্যানগাড়ি) ৪০৬, মো. জিয়াউর রহমান (বৈদ্যুতিক পাখা) ২৭৭, আলহাজ্ব খলিলুর রহমান (লাটিম) ১২২, আলহাজ্ব মোহাম্মদ হারুন (ঘুড়ি প্রতীক) ৭৩, সুলতানা বেগম (ফুটবল) ৬৩, মো. দানেছ মিয়া (কদমফুল প্রতীক) ০১, মো. নীরব (মোরগ প্রতীক) ০৪, মাহাবুবুর রহমান (টর্চলাইট প্রতীক) ০১, এম. আরমান মাতাব্বর (পানিরপাম্প প্রতীক) ০১ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার মো. এনামুল হক।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭২৩ জন। মোট ভোটার উপস্থিতি ২৩৮৯ জন।
আইনশৃংখলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায়।
ভোটাররা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন