ভোলার কুঞ্জেরহাট দারুল আজহার মডেল মাদরাসায় বই উৎসব
রোববার (১ জানুয়ারি-২০২৩) দারুল আজহার মডেল মাদরাসা, কুঞ্জেরহাট ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়।
বই বিতরণের উৎসবমুখর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও উপস্থাপক ডা. গাজী মো. তাহেরুল আলম। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান পরিচালক মো. আসাদউল্যাহ্।
বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগনের উদ্দেশ্যে ডা. গাজী তাহের বলেন, ছোট্ট সোনামণিদের জন্য বছরের প্রথম দিনটি অত্যন্ত আনন্দের। নতুন বই মানে আবেগমাখা নতুন ঘ্রাণ। তিনি আরো বলেন, এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৭৭ কপি। কঠিন হলেও বর্তমান সরকার এ কাজটি সফলতার সাথে করে আসছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন