ভোলার বোরহানউদ্দিনে রমজানের পবিত্রতা রক্ষায় র্যালি
 
            
                     
                        
       		পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান পৌর বাজার মনিটরিং করেন।
শনিবার (০১ মার্চ) সকালে পৌর বাজার ঘুরে রমজানের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান সহ ইসলামি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা প্রদান করেন।
কোন প্রকারের দ্রব্যমূল্যর দাম যাতে না বাড়ে কিংবা রমজানের পবিত্রতা নষ্ট না করতে পারে এই বিষয় মনিটরিং করা হয়।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	