ভোলার বোরহানউদ্দিনে স্মার্ট কার্ড বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

গত ১৭ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত কাচিয়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বর্তমানে হাসাননগর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান জানান, বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৬ শত ৯০ জন। তার মধ্যে ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভোটার হওয়া ১ লক্ষ ৫৫ হাজার ৫শত ৭০ জন পাবেন ভোটার স্মার্ট কার্ড। উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিতরণ করা হবে স্মার্ট কার্ড। ভোটারগন বিনামূল্যে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারছেন বলে জানান তিনি।

এছাড়াও স্মার্ট কার্ড বিতরণের বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।