ভোলার ভেদুরিয়া স্পিডবোট সমিতির সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শিক্ষকের
ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ঘাট দখলের পাশপাশি এক শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে ভোলা-বরিশাল ভেদুরিয়া ঘাট স্পিডবোট সমিতির সভাপতি আলাউদ্দিনের বিরুদ্ধে।
বৃহষ্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আলাউদ্দিনকে ভুমি দস্যু উল্লেখ করে শহরের এ রব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও তার স্ত্রী নাজমা বেগম লিখিত বক্তব্যে বলেন, তিনি ১৯৯৮ সালে ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে এক একর ১৩ শতাংশ জমি ক্রয় করেন। আলাউদ্দিন তার জমি দখল করে দোকান ঘর নির্মান করেন। তাকে ভাড়া দিবে বললেও তা না দিয়ে উল্টো তাকে প্রাণ নাশের হুমকী দেয়। তার স্ত্রীর উপর হামলা করে। আলাউদ্দিন ভোলা-বরিশাল রুটের শতাধিক স্পিডবোট মালিক সমিতির সভাপতি সেজে নিজেই ওই এলাকায় রামরাজত্ব শুরু করে।
স্কুল শিক্ষক আব্দুল মান্নান আরো বলেন, গত কয়েক বছর আলাউদ্দিনের বিচার দাবি করে তিনি বিভিন্ন দফতরে অভিযোগ দিলেও বিচার পান নি। আলাউদ্দিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান নি। তাই তিনি এবার সংবাদ সম্মেলন করে বিচার দাবি করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন