ভোলায় ঢিলেঢালা লগডাউনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও দেশে কঠোর বিধিনিষেধ জারি করছে সরকার। তার-ই ধারাবাহিকতায় ভোলায় লগডাউনের প্রথম দিন চলছে ঢিলেঢালা ভাবে।
সোমবার সকাল থেকে লগডাউন কার্যক্রম থাকলেও ভোলায় তেমন কোনো চিত্র চোখে পড়েনি। হরহামেসাই যাত্রী নিয়ে চলাচল করছে অটো রিকসা ও বোরাক। প্রায় বিপনী বিতানগুলো দোকানের অর্ধেক সার্টার খুলে চালাচ্ছে বেচাকেনা।
এদিকে কাচাঁ বাজার ও মাছ বাজারে মানুষের উপচে পড়া ভীর, কেউ-ই মানছে না সামাজিক দুরুত্ব। ক্রেতা -বিক্রেতা অনেকের মুখে-ই নেই মাস্ক। আবার কারো কারো মুখে মাস্ক থাকার কথা থাকলেও হাতে বা দারিতে ঝুলিয়ে চলাচল করতে দেখা গেছে অনেকেরে।
অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন ১২ জন। এনিয়ে মোট জেলায় আক্রন্তের সংখ্যা ২ হাজার ৩৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ৯’শ ৭৬ জন। মারা গেছে ২৬ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন