ভোলায় দু’টি অটোকে চাপা দিলো একটি বাস ।। ৩ যাত্রী নিহত, আহত-৫
ভোলার ঘূইংগারহাট এলাকায় বাসচাপায় দুই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)।
তারা সদর উপজেলার কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।
আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে তার আগেই চালক পালিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন