ভোলায় বৃদ্ধা মালেকা বেগমের কষ্টের জীবন দেখার কী কেউ নেই
জীবন যুদ্ধে পরাজিত ৭২ বছরের বৃদ্ধা মালেকা বেগম। সীমাহীন কষ্টে পার করেছেন জীবনে দীর্ঘ সময়। বলতে গেলে কিছুই নেই তার! অনাহারে, অর্ধাহারে কাটানো এই অসহায় মানুষটি এখন অভাব, অনটনের কান্নাও ভুলে গেছেন।
জানাযায়, মালেকা বেগমের বাড়ি ভোলার বোরহানউদ্দিনের ৪ নং বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া। স্বামী মৃত তাজুল ইসলাম। ৭২ বছর বয়সী এই বৃদ্ধা নিঃসন্তান। সহায়, সম্বলহীন বয়সের ভারে ন্যুব্জ বিধবা বয়োঃবৃদ্ধার আপনজন বলতে কেউই নেই। য়সে এসেও পায়নি সরকারি কোন সুযোগ সুবিধা।
আলাপকালে জানাযায়,বৃদ্ধা চোখে তেমন একটা দেখে না, ঝাপসা দেখেন। চোখের চিকিৎসা তার প্রয়োজন । কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করাতে পারছে না। সম্প্রতি স্থানীয় সংবাদকর্মিরা সৱেজমিন গিয়ে মালেকা বেগমের সীমাহীন কষ্টের জীবনচিত্র দেখতে পান। এসময় বৃদ্ধা জানান, সরকারি কোনো সাহায্য এযাবত তার ভাগ্যে জুটেনি। তিনি চোখের চিকিৎসা করে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য সরকার ও বিত্তবানদের সাহায্য চান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন