ভোলা থেকে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন হাজারো মানুষ
ভোলা থেকে গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনেই কর্মস্থলে ফিরছেন হাজার হাজার যাত্রী।
কঠোর লকডাউন কয়েক ঘন্টার জন্য শিথিল করে লঞ্চ চলাচলের ঘোষণায় ভোলার ইলিশা-লক্ষীপুর ও ঢাকা নৌ রুটে হাজার হাজার যাত্রীর ঢল নেমেছে।
রবিবার সকালে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যোগ দিতে সি-ট্রাক ও লঞ্চে গাদাগাদি করে এসব যাত্রীরা পারাপার হচ্ছে। স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করে ধারণক্ষমতার কয়েকগুণ অতিরিক্ত যাত্রী নিয়ে এসব নৌ-যান নির্দিষ্ট গন্তব্যে পাড়ি জমিয়েছে। সামাজিক দূরত্ব তো দূরের কথা অনেকেরই মুখে মাস্ক পর্যন্ত ছিলো না।
তবে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে নৌযান কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকিং করা হলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন