ভ্রমণে করোনাকালে যেসব সতর্কতা মেনে চলবেন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/IMG_20210714_155916.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
টানা কয়েকদিন কঠোর লকডাউনের পর ঈদ উপলক্ষে তা শিথির করা হয়েছে। যেহেতু আর কয়েকদিন পরেই ঈদুল আজহা, তাই লকডাউন খুলতে অনেকেই হয়তো ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই করোনাকালে ভ্রমণের আগে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে।
করোনা মহামারীর মুহূর্তে বাস, বিমান, লঞ্চ, ট্রেন, গাড়ি কিংবা রিকশা যাতেই চড়েন না কেন অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন। বিশেষত যারা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তারা চিকিৎসা ও অত্যাবশকীয় কারণ ছাড়া ভ্রমণ করা থেকে বিরত থাকবেন। জেনে নিন এ সময় কী কী সতর্কতা মেনে চলবেন-
>> বিশেষ প্রয়োজন ব্যতীত বাস, ট্রেন, লেগুনা, লঞ্চ, ফেরি, সিএনজি ব্যবহার যথাসম্ভব পরিহার করুন।
>> জনবহুল এলাকা, গণসমাগমস্থল ও গণপরিবহন, বার ও রেস্টুরেন্ট, মার্কেট ভাইরাস সংক্রমিত হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। তাই এসব স্থান পরিহার করুন।
>> গণপরিবহনে চলার সময় যথাসম্ভব পরিবহনে হাতল, দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধরার জন্য ছাদ থেকে ঝুলানো লোহার হাতল ধরা পরিহার করুন।
>> কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শারীরিক সংস্পর্শ থেকে বিরত থাকুন।
>> সবসময় ব্যাগে বা পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। চোখ, নাক ও মুখে হাত বা আঙুল লাগানো থেকে বিরত থাকুন।
>> জ্বর-কাশি থাকলে ভ্রমণ বাতিলের চেষ্টা করুন। ভ্রমণরত অবস্থায় এই দুই উপসর্গের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
>> যেকোনো জ্বর-কাশির রোগী থেকে অন্তত ৬ ফুট দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।
>> হাঁচি-কাশি এলে কনুইয়ের ভাঁজে নাক, মুখ গুঁজে দিন। টিস্যু পেপার ব্যবহার করে সঙ্গে সঙ্গে তা নিরাপদ জায়গায় বা বিনে ফেলতে হবে।
> মাস্ক ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যেন নাক-মুখ ঢাকা থাকে। একবার ব্যবহার্য মাস্ক নিরাপদ জায়গায় ফেলে হাত ধুয়ে ফেলতে হবে।
>> মাস্ক ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যেন নাক-মুখ ঢাকা থাকে। প্রয়োজনে ২-৩টি মাস্ক একসঙ্গে পরুন। একবার ব্যবহার্য মাস্ক নিরাপদ জায়গায় ফেলে হাত ধুয়ে ফেলতে হবে।
>> পশুপাখি সঙ্গে নিয়ে ভ্রমণ নিরাপদ নয়। পশুপাখির খামারে যেতে হলে সুরক্ষামূলক গ্লাভস, মাস্ক ও গাউন পরতে হবে।
>> হোটেলে খাবার টেবিল, ট্রে, ওয়াশ রুম পরিষ্কার ও পরিশোধিত কি না, তা আগে নিশ্চিত হয়ে নিতে হবে। বেয়ারাকে হাত পরিষ্কার করে পরিবেশন করতে বলুন।
>> বাসে বা ট্রেনে ওঠার সময় কিংবা যেকোনো লাইনে দাঁড়াতে হলে নিজের সুরক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
>> কারও সঙ্গে করমর্দন, কোলাকুলি ইত্যাদি করা থেকে বিরত থাকুন। বাইরের কারও সংস্পর্শে যাবেন না।
>> বিশেষ করে যারা বিদেশ ভ্রমণ করবেন তারা যে দেশে যাবেন সে দেশের স্বাস্থ্য বিধিমালা জেনে নিতে হবে; উচ্চ ঝুঁকির দেশ থেকে ফেরার পর নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখতে হবে।
>> হাতের কাছে স্থানীয় হাসপাতালের নম্বর, অ্যাম্বুল্যান্সের নম্বর রাখুন।
>> ভ্রমণের পর ১৪ দিন পর্যন্ত সতর্ক থাকতে হবে। এ সময় লোকসমাগমে না যাওয়াই ভালো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন