ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমিল্লার মুরাদনগরে আইসক্রিম কারখানা বন্ধ
আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণে কুমিল্লা জেলা বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইসক্রিম কারখানা বন্ধ করে দিয়েছি।
বুধবার (১৫ মে) বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার হোসেন তলা গ্রামে কাকলি আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ আব্দুর রাজ্জাককে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। ফ্যাক্টরি থেকে জব্দকৃত ১১ কার্টুন ম্যাংগো আইস ললি, কার্টুন ভেজাল স্পিড ড্রিংকস, রোবট ড্রিংকস ১১ কার্টুন, আইসক্রিম ১০ কার্টুন ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের প্রধান আব্দুল কে এম হানিফ বাসসকে জানান, রং বেরঙের মোড়কে আইসক্রিম তৈরি করে জন্য বিক্রি করা হচ্ছিল প্রত্যন্ত এলাকায়। আইসক্রিমের কোন ক্রিম দেয় হচ্ছিল না, বরং বরফের উপর ক্ষতিকর রং ও ঘনচিনি ব্যবহার করে বানানো হচ্ছিল এসব আইসক্রিম। অভিযুক্ত ফ্যাক্টরির মালিক কে এর আগেও দুইবার আইনের আওতায় আনা হয়। তিনি স্থান পরিবর্তন করে পালিয়ে এ আইসক্রিম ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা ইকবাল আহমদ, ফিল্ড অফিসার আরিফ উদ্দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন