‘ভয়ংকর সুন্দর’ কতোটা ভয়ংকর?

‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় নয়নতারা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার প্রিয় মুখ ভাবনা। বিভিন্ন কারণে সিনেমাকে ঘিরে দর্শকের একটি আগ্রহ দেখা দিয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার। সিনেমাটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ ।

‘ভয়ংকর সুন্দর’সম্পকে ভাবনা বলেন, “ভয়ংকর সুন্দর” একটি সিনেমা নয়, একটি সাইকোলজিক্যাল ড্রামা। আর আমার কাছে শুধু একটা সিনেমা নয়, আমার জীবনের একটি অংশ। ‘ভয়ংকর সুন্দর’ কতোটা যে ভয়ংকর তা দেখতে হলে যেতে হবে। সিনেমার মূল ভাবনা নেওয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে।

৪ আগস্ট মুক্তি পাবে “ভয়ংকর সুন্দর” । ভাবনা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন কোলকাতার পরমব্রত, হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্রসহ অনেকে।

সিনেমার সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গান গেয়েছেন চিরকুট ব্যন্ড ও তাহসান। গান লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন প্রিন্স মাহমুদ।