ভয়াবহ তাপদাহ সাথে লোডশেডিং
যশোরের রাজগঞ্জে গভীর নলকুপে পানি উঠছে কম; জনজীবন বিপর্যস্ত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/images-7-2.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বৈশাখের আগে থেকে ভয়াবহ তাপপ্রবাহে অস্থির হয়ে উঠেছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জনজীবন। কয়েক দিন ধরে হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে গত তিনদিন রাজগঞ্জ এলাকায় দেখা দিয়েছে অতিরিক্ত লোডশেডিং। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ছেন মানুষেরা। যার মধ্যে বেশি রয়েছে বয়স্ক ও শিশুরা।
রবিবার (১৬ এপ্রিল) যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই ছিলো। রাজগঞ্জের বাসিন্দা মোঃ শওকত আলী জানিয়েছেন- শনিবার সারাদিন ও দিবাগত রাতে বিদ্যুৎ লোডশেডিং হয়েছে অনেকবার। তীব্র গরমে মানুষেরা রাতে ঘুমাতে ও সেহেরি করতে খুব কষ্ট হয়েছে। হানুয়ার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানিয়েছেন- বিদ্যুৎ যাচ্ছে, তবে এক ঘণ্টার আগে, তা ফিরে আসছে। একদিকে রাজগঞ্জে প্রচন্ড তাপদহ। অন্যদিকে বিদ্যুৎ লোডশেডিং।
আবার একদিকে রাজগঞ্জের বিভিন্ন স্থানে গভীর নলকুপে পানি উঠছে কম। সব মিলিয়ে রাজগঞ্জে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ সাব জোনাল অফিস থেকে বলা হচ্ছে- লোডশেডিং চলছে। কিছু করার নেই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন