মঈন বিশ্বাসের ‘মার ছক্কা’ নিয়ে আসছেন ওমর সানী
আবু রায়হান মিকাঈল : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মাঝে কিছুদিন খল চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। তবে বর্তমানে ইতিবাচক চরিত্রেই অভিনয় করছেন তিনি। এবার পরিচালক মঈন বিশ্বাস -এর ‘মার ছক্কা’ নিয়ে আসছেন ঢাকাই ছবির এই নায়ক। সম্প্রতি ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, ‘পাগল তোর জন্য রে’ সহ বহু সফল ছবির নির্মাতা মঈন বিশ্বাস।
ক্রিকেট খেলাকে হাইলাইট করেই ছবির গল্প গড়িয়েছে। নির্মাতা বলেন, শুধু ক্রিকেট খেলা নয়, রোমান্টিকতা, শ্রুতিমধুর গান, চমৎকার লোকেশন, দর্শকপ্রিয় গল্পসহ বিনোদনের অসাধারণ সব উপকরণে সমৃদ্ধ হয়েছে ছবিটি। আমার আগের ছবিগুলোর মতো দর্শক ‘মার ছক্কা’ও বার বার দেখবে। ছবির গল্প, প্রযোজনা নির্মাতার। সংলাপ লিখেছেন কমল সরকার।
‘মার ছক্কা’ সিনেমাটিতে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বেলাল খানের সুরে সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দ্বৈতকণ্ঠের একটি গানে সামিনা চৌধুরীর সঙ্গে বেলালও কণ্ঠ দিয়েছেন। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। দীর্ঘদিনের ব্যবধানে চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী।
সিনেমা প্রসঙ্গে পরিচালক মঈন বিশ্বাস আওয়ার নিউজ বিডি’কে বলেন, ‘‘মার ছক্কা’ সিনেমাটির কাজ শেষ করেছি অনেক আগেই। সিনেমাপ্রেমী দর্শকরা ছবিটির মধ্যে নতুনত্ব কিছু পাবে বলে আশা করি। জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল এর ব্যানারে নির্মিত এ সিনেমাটি সামনের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান নির্মাতা মঈন বিশ্বাস।
মঈন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটিতে ওমর সানি ছাড়াও আরো অভিনয় করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হিরো আলম, রোহান, কোয়েল, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন