মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/hajj-large-1-20180719083543.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আবুদস সাত্তার নামে অারও এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ জুলাই) পবিত্র মক্কা আল-মুকাররমায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন০৫৪০০০৮। পিলগ্রিম আইডি নম্বর ০৯৮৩০৮১।
তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে দ্বিতীয় হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে ১৬ জুলাই নারায়ণগঞ্জের আমির হোসেন নামে আরও এক হজযাত্রী মারা যান।
মোহাম্মদ আবদুস সাত্তার মদিনার জামাত এয়ার ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর ০৯৮৩) মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন