মক্কা-মদিনায় ৩১ বাংলাদেশি হাজির মৃত্যু
হজের উদ্দেশে সৌদি আরবে যাওয়া অন্তত ৩১ জন বাংলাদেশি গত এক মাসে মারা গেছেন। এদের প্রায় সবাই স্বাস্থ্যজনিত নানা জটিলতা মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের পরিচালিত হজ বুলেটিনের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে মৃত হাজিদের ছবি এবং যোগাযোগের তথ্য প্রকাশ করা হয়েছে।
নিহতদের মধ্যে ২৬ জন মক্কায়, চারজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।
হজ সংক্রান্ত বাংলাদেশের কাউন্সিলর মুহাম্মদ মাকসুদুর রহমান গত শুক্রবার গণমাধ্যমকে বলেন, হাজিদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন হার্ট এটাক, স্ট্রোক ও কিডনি অকেজো হয়ে। তবে এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও অন্য একজন আরেকটি ঘটনায় মারা গেছেন।
যারা মারা গেছেন তাদের মধ্যে চার থেকে পাঁচ জনের বয়স ৬০ এর নিচে। অন্যরা সবাই ষাটোর্ধ্ব বলেও জানা গেছে।
মুসলমানদের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর ১,২৭,১৯৮ জন সৌদি আরব গেছেন বাংলাদেশ থেকে। আগামী ১০ আগস্ট থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন