মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদে এসে ইউপি সদস্য শিপলু গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের (দধিভাঙ্গা) ইউপি সদস্য নাজমুল শাকিব শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় টিকিকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে থানায় হস্তান্তর করে। শুক্রবার বিকালে তাকে থানা থেকে বিজ্ঞ আদালতে নিলে বিচারক মো. আতিকুজ্জামান জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
জানা গেছে, টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার জেল হাজতে থাকায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গত ৪ ফেব্রুয়ারি তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
৬ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) বিকালে পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহন করেন। এজন্য পরিষদে আয়োজিত পরিচিতি সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা উপস্থিত হয়। এ সময় পরিষদের সামনে ইউপি সদস্য রাজিব ও ইউপি সদস্য শিপলু – এই দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পরিষদের দোতলায় থাকা ডিবি পুলিশের ক্যাম্প থেকে পুলিশ এসে শিপলু মেম্বারকে হেফাজতে নেয়। এরপর তাকে থানায় নিয়ে গেলে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ইউপি সদস্য নাজমুল সাকিব শিপলুর আপন ভাই এবং রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার (বিসিএস স্বাস্থ্য) জিয়াউল হক টিপু জানান, আমার বড় ভাই শিপলু মেম্বার পরিষদে যেতে অপরাগতা প্রকাশ করেছিলেন।তখন প্রশাসক বলেছেন-পরিষদে আসলে কোন সমস্যা নেই।কিন্তু শেষ পর্যন্ত মেম্বার গ্রেপ্তার হলেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান শিকদার জানান, ৫ আগস্টের পরে দায়ের করা একটি মামলায় (মামলা নং-১৬) ইউপি সদস্য শিপলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন