মঠবাড়িয়ায় এক যুবক কিশোর গ্যাংয়ের হামলার শিকার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝের পোল এলাকায় জসিম নামে এক যুবক কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে।তিনি পেশায় একজন মটর শ্রমিক এবং স্থানীয় কালাম খানের পুত্র। হামলার পর তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ১ জুন মাঝের পোল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রপের মধ্যে মারামারির সৃষ্টি হয়।এ সময় জসিম খান নামে একজন মটর শ্রমিক মেহেদী নামে স্কুল পড়ুয়া এক কিশোরকে সবুজ গ্রুপের হাত থেকে উদ্ধার করে।এতে কিশোর গ্যাংয়ের গ্রপ লিডার সবুজ উত্তেজিত হয়ে জসিম খানকে হুমকি দেয়।বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যরা শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা করে দেয়। কিন্তু সবুজ এতেও ক্ষান্ত না হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালায়। ঘটনার দিন (৩ জুন) জসিমকে সে কৌশলে অনুসরন করতে থাকে।একপর্যায়ে উত্তর মিঠাখালী খান সাহেবের বাড়ির পাশে ইঞ্জিন ভ্যানে কাঠের লাকড়ি বোঝাই করার সময় আনোর ছেলে সবুজের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের একটি দল তার ওপর হামলা চালায়। উপর্যুপরি হামলায় তিনি মারাত্মকভাবে জখম হন।জিআই পাইপের আঘাতে তার মাথা ফেটে যায়।শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া জানান,কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়েই ১ম ঘটনা হয়।ওই সময় মারামারি ঠেকাতে গিয়ে কালাম খানের ছেলে জসিম একপক্ষের রোষানলে পড়ে।এরই জের ধরে সোমবার সকাল ১১ টার দিকে জসিমের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন