মঠবাড়িয়ায় কৃষকের হাত ভেঙে দিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে মামলার আসামিরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দরিদ্র কৃষক শাজাহান খানের হাত ভেঙে দেওয়ার ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে এলাকায়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। মামলাটির তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদুজ্জামান।

মামলার আসামিরা হলো-চরকখালি গ্রামের মৃত হাচেন আলী খানের পুত্র মো.জাকারিয়া খান,জাহিদ খান,মোঃ জব্বার খান সহ এজাহার নামীয় ৭ জন এবং অজ্ঞাত ৭/৮ জন।

জানা গেছে, বেতমোর রাজপাড়া ইউনিয়নের চরকখালী গ্রামের শাজাহান খানের প্রাপ্য সম্পত্তি শালিসদারগণ ভাগবাটোয়ারা করে সীমানা পিলার দিয়ে নির্ধারণ করে দেন।কিন্তু স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের উসকানিতে প্রতিপক্ষরা উক্ত সীমানা পিলার অমান্য করে নতুন করে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে ওই কৃষককে হয়রানি করে আসছে। এই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ সকাল ৭টায় গাছ কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্য জীবননাশক দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাজাহান খানের বাম হাত ভেঙে যায়। দায়ের কোপে হাতের একটি আঙুল কেটে পড়ে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তার মেয়েরা তাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও পিটিয়ে সাধারণ জখম করা হয়। গুরুতর আহত ওই কৃষক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনও তিনি হাঁটতে পারছেন না বলে জানা গেছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে এখনই নির্দেশ দিচ্ছি।তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।