মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাওলাদার ফিলিং স্টেশন সংলগ্ন আবাসন থেকে গাঁজা সহ সেলিম বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ আগস্ট দুপুরের দিকে তাকে আটক করা হয়। এ সময় তার মাদক ব্যবসায়ী স্ত্রী পালিয়ে যায়।

জানা গেছে, সেলিম বেপারী তুষখালী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।স্বামী – স্ত্রী মিলে এলাকাটিকে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছে। পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠালেও জেল থেকে এসেই আবার শুরু করেন অবৈধ এ ব্যবসা।দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এলাকায় খুচরা বিক্রি করেন তিনি। প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় সে অনেকটা বেপরোয়া হয়ে উঠছে বলে জানান স্থানীয়রা।সন্ধ্যা হলেই আবাসন এলাকায় শুরু হয় মাদকসেবিদের আনাগোনা।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক আবুল হাসান শিকদার জানান, সেলিম বেপারীকে ২০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।