মঠবাড়িয়ায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড়মাছুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোলায়মান হাওলাদারের পুত্র। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত।
জানা গেছে,মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এবং ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদারের তত্ত্বাবধানে শনিবার মঠবাড়িয়া থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই আলী আকবর ও এএসআই প্রকাশ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে বড়মাছুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।তার দেহ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান,এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে আসামীকে কোর্টে প্রেরন করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















