মঠবাড়িয়ায় জমির বিরোধে বৃদ্ধের হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চড়কখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাজাহান খান নামে এক বৃদ্ধের হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে বিরোধীয় জমি থেকে কাটা গাছ ও জালানি বিক্রি করা নিয়ে এ ঘটনার সৃষ্টি হয়।
জানা গেছে, বেতমোর ইউনিয়নের চড়কখালী গ্রামের শাজাহান খানের সাথে জাকারিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ইতোপূর্বে এ নিয়ে স্থানীয় পর্যায়ে শালিস বৈঠকের মাধ্যমে বিরোধীয় জমি ভাগ বাটোয়ারা করে সুষ্ঠু সুরাহা দেওয়া হয়।উভয় পক্ষের সম্মতিতে এবং অচলনামায় স্বাক্ষরের প্রেক্ষিতে পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু উভয় পক্ষের মানিত এ শালিসদারদের স্বীদ্ধান্ত অমান্য করে জাকারিয়া গং মঠবাড়িয়া সেনাবাহিনী ক্যাম্পে ওই একই জমি নিয়ে পুনরায় লিখিত অভিযোগ দেয়।ক্যাম্প থেকে আবার শালিস মানিয়ে দেওয়া হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান রুম্মান জমাদ্দারকে শালিস প্রধান করা হয়। রুম্মান জমাদ্দার উভয় পক্ষকে পিরোজপুর থেকে আইনজীবীর মতামত আনতে বলেন।আইনজীবীর মতামতে শাজাহান খান বিরোধীয় জমি প্রাপ্য হন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে হামলা চালায়। এ হামলায় শাজাহান খান সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব মিয়া জানান,এক পক্ষ শালিস মানে আরেক পক্ষ শালিসি মানে না।এজন্য স্থানীয় পর্যায়ে বিষয়টি সুষ্ঠু সুরাহা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন