মঠবাড়িয়ায় জীবন নাশের হুমকি দিয়ে বসত ঘরে অগ্নিসংযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকায় আলামিন আকন নামে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে জীবন নাশের হুমকি দিয়ে বসত ঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই ভুক্তভোগী পরিবার।

গত ৯ আগস্ট গভীর রাতে বসত ঘরটিতে থাকা কেয়ারটেকার আরিফ গাজীকে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কেয়ারটেকার নিরাপদ দুরত্বে গিয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা আসার আগেই ভারি বৃষ্টিতে আগুন নিভে যায়। তবে ঘরের ভিতরের মালামাল সবই পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, উপজেলার তুষখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছোট মাছুয়া গ্রামের ৫ নং মধ্য ছোট মাছুয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলামিন আকন ক্রয়কৃত জমিতে একটি টিনশেডের ঘর তৈরি করে।এ নিয়ে স্থানীয় হেমায়েত হাওলাদার এবং তার ছেলে তুহিন ও শাহিনের সাথে বিরোধ তৈরি হয়।একপর্যায়ে এ বছরের এপ্রিল মাসে ওই জমিতে আলামিন আকন পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষরা ১৪৪/১৪৫ ধারায় মামলা করে। এরপর থেকে নির্মাণ কাজ বন্ধ থাকে।সম্প্রতী ৫ আগস্টের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ। এ ব্যাপারে হেমায়েত হাওলাদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।