মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোচালক আহত : গ্রেপ্তার ৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে রাসেল (২০) নামে এক অটোচালক।সে ছোট শিঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী কালাম হাওলাদারের ছেলে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২ জুলাইয়ের এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো-গুলিশাখালী এলাকার আইয়ুব আলীর পুত্র আব্দুল লতীফ খাঁ ও সিদ্দিক খাঁ এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ফোরকান নাগর ও চাঁন মিয়া নাগর।
পরিবারের সদস্যরা জানান,দুর্বৃত্তরা টিকিকাটা ইউনিয়নের রায়ের বাজারের মুদি দোকানদার নির্মল হাওলাদারের কাছে টাকা দাবি করে।এ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়।তারা মুদি দোকানদারকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে।এ সময় হাসান প্রতিবাদ করলে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ সিদ্দিক জানান,এজাহারভুক্ত একজন আসামি পলাতক রয়েছে। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন